রাজনের ডাক করুন চিৎকার মায়া ভরা কান্না!
রাজনও কিন্তু! ওর মায়ের হিরে চুন্নি পান্না।
ওরে কে কোথায় আছিস দেখে যা!
পিষ্ঠিত হচ্ছে গণতন্ত্র লাঞ্চিত স্বাধীনতা।
নিদ্রা ছেড়ে রাজ পথে আয় ঝান্ডা তুলেনে হাতে!
ভেঙে চুরমার করেদে তোরা! তান্ডব চালা জগতে।
চুপ কেন তোরা! এখনও ঘুমিয়ে! বউয়ের চুড়ি হাতে!
তুলেনে আজ অগ্নীশিখা! আগুন জ্বালা রাজ পথে।
বিচার চাই! বিচার চাই!! এমন কথার ভিত্তি নাই!
কোথায় বিচার পাবি তোরা! রাজনতো নয় ওদের ভাই।
হারিয়ে ছেলে শোকে কাতর বন্ধ মায়ের মুখ!
এক দন্ড শান্তি না পায় মনে নাইরে সুখ।
আজ কি একটি জাগ্রত!! বিবেক পাবো না!
যে বিবেকের গর্জনে ঘুচবে যন্ত্রনা।
ওরে কে কোথায় আছিস দেখে যা!!
পিষ্ঠিত হচ্ছে গণতন্ত্র লাঞ্চিত স্বাধীনতা।
জলাতঙ্কের মত জ্বলছে শরীর অশ্রু ঝরা আগুন!
ফিরে পেতে চাই সোনার বাংলা হারানো সেই ফাগুন।
১২ জুলাই ২০১৫
রাতঃ- ১০ঃ৫৪