অনাগত আমাদের দখিনা দুয়ারী
বাতায়ন খুলি তুমি সপ্ন গোপন চারী।
তুমি এসেছিলে তব জুড়ায়ে মন-প্রান
বাধিয়া ছিলে কন্ঠে বিদ্রহ সাম্যের গান।
তোমাতে আমি বাধিঁয়া সপ্নে দিন গোনা
ছিলনা ব্যর্থতা ছিল বিপুল সম্ভাবনা।
আজি দিকে দিকে উৎযাপন করছে এ লগ্ন
তোমাকে ঘিরে ভক্তকূল তাপস্যাতেই মগ্ন।
এসেছিলে জৈষ্ঠের কোন এক বেলাতে
গাহিয়া গান ভাসিয়াছো সুর ভেলাতে।
তোমাতে তুমি বিদ্রহী সুরে ছিলে আরো প্রেমে
শত আঘাতে হটনি পিছূ যাওনি তুমি থেমে।
উতাল হৃদয় মাতালনী বেনুর সেই সুর
তোমাকেই শুধূ ভাবিয়া হারিয়ে বহু দূর।
অভিবাদন তোমাকে
এই ভরা জৈষ্ঠের কাঠালিয়া সুরে
রহিয়া আছো তুমি রুবাইয়াৎ
হাজার ললনার জলকাদা নূপুরে।
বিদ্রহী সাম্যের গান অগ্নীবিণার সুরে
পুব গগনে ওঠে রবি
দুখু মিয়া তুমি রহিয়াছ বাঙালী প্রানে
হয়ে জাতীয় কবি।