জানো, মাঝেমধ্যেই আমি বড্ড পাগল হয়ে যাই
নিজেকে আর নিজের অধীনে রাখতে পারিনা।
মনে হয় আমার মাঝে আর আমি থাকতে পারছিনা
কেমন যেন বড্ড হালকা হয়ে বায়ুর বেগে ছুটতে থাকি।


বড্ড ছটফট করে মনটা তখন, বড্ড উতলা হয়ে যাই
একটা ঘন অস্থির মেঘে যেয়েই যেন ছিটকে পরি।
জানো, এরপর অঝোরে বর্ষা শুরু হয়
আর অঝোরে কেমন যেন ভালোবাসাগুলোও আমার প্রকাশ পেতে থাকে।


আমি আসলে এখনই ঠিক বলতে চাইনি,
ঠিক এখনই বলতে চাইনি ভালোবাসি, ভালোবাসি!
কিন্তু এই মনটা কেমন বেখেয়ালী, গভীর আবেগের বশে -
আমাকে না জানিয়েই এই মেঘ-বর্ষায় বলে দিয়েছে ভালোবাসি, ভালোবাসি।