ভরদুপুরে তীব্র তাপদাহের ভালোবাসাটাই খাটি,
কারণ অনুজীবগুলো সব মরে
লেপ্টে থাকে ঘামের বিশ্রী গন্ধে।
কোন ধরনের এন্টিবায়োটিকেরই প্রয়োজন হয়না,
সেল লাইসিস, ডিএনএ, আরএনএ, প্রোটিন ডেস্ট্রাকশন বা মাল্টিপল মুড অব এ্যাকশন
কোনোটারই প্রয়োজন পড়েনা।
এই তীব্র তাপে সবই মরে যায়,
লাভায় বেঁচে যাওয়া গুলোও
ঘামের ঐ ছেবাম, লোনা জলে মরে যায় অনায়াসেই!
যদিও এই পরিবেশটা ফাঙ্গাস আক্রমণের জন্য উপযোগী
তবুও ভালোবাসার গভীরতায় ফাঙ্গাস মরে যে-
কোথায় চলে যায়, তা ভাবাই যাবেনা।
এই তীব্র তাপদাহের ভালোবাসাটাই তাই খাটি,
জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায় তবুও রয়ে যায় ঠিকই।
ভালোবাসার সংজ্ঞা এর বেশি কিছু হতে পারেনা,
ভালোবাসা যে ঠিক এটাই!