একজন তুমি’কে বড্ড প্রয়োজন,
কবিতার পিঠে কবিতাকে করতে আয়োজন ।
একজন তুমি’কে বড্ড প্রয়োজন,
কবিতায় কবিতায় করতে নিঁখুত বিচরণ ।


খোলা চুলের তরঙ্গে বহুদূর চলে যেতে
ঐ সূর্যের কাছ থেকে ভালোবাসাকে জয় করতে,
আর সমুদ্রের বালুচরে কবিতার চাষ করতে
একজন তুমি'কে যে বড্ড প্রয়োজন।


নীল শাড়ি, নীল চুড়ি পরে কেউ হাত ধরতে
শাড়ির আঁচল জুড়ে প্রশান্তির ছবি আঁকতে,
আর নীল নীল কবিতায় ছেঁয়ে যেতে
একজন তুমি'কেই যে বড্ড প্রয়োজন।


কারো চোখের কৃষ্ণগহ্বরে ম্লান হয়ে যেতে,
তার গভীরে অর্থবোধক অনুভূতির সৃষ্টিতে,
আর শিরা -উপশিরায় কবিতার খোঁজ করতে,
একজন তুমি'কেই যে বড্ড প্রয়োজন।


কারো হাসির প্রতিটি ধরনে কবিতার সৃষ্টিতে,
ঠোঁটের রঙ-বেরঙ ভঙ্গিতে রোমান্টিকতার সৃষ্টিতে,
আর টোল পরা গালে হোঁচট খেতে হলেও
একজন তুমি'কে বড্ড প্রয়োজন।


কারো জমে থাকা অভিমানে রাঙা হতে,
অভিমান শেষে ঝুম বর্ষায় ভিজে যেতে,
আর আবদার শোনে শোনে কান নষ্ট হওয়ার জন্য হলেও
একজন তুমি'কে বড্ড প্রয়োজন।