অলস দুপুরে একাকী বসে থাকাটা,
খুব একঘেয়ে লাগে।
ঘুম ঘুম চোখেও কিছু একটার অভাববোধে,
খুব কৌতুহল জাগে।


এই যা, কি ভাবতে ভাবতেই যেন
সময়টাও কেটে গেলো।
অলস দুপুর বিকেল-সাঁঝে,
কোথায় যেন হারিয়ে গেলো।


অথচ ঐ অভাববোধটা
ঠিকই রয়ে যায়,
রাতবিরেতে ব্যথার দামে
শুধুই বেড়ে যায়।।