বহুদিন হলো ভালোবাসাটা-
ঠোঁট, গলা বেয়ে বুকে এসে নামছে না।
বুকের ভিতর থেকেও,
গলা বেয়ে উথলে উঠছে না।


অভিমান করে জমে আছে চোখে মেঘ,
এই বৃষ্টির রাতেও শীতল পরিবেশে -
উষ্ণতা চাইছে না,
গাল গড়িয়ে চিবুকেও
ভালোবাসাটা তাই জমছে না।


তারপরও অভিমানীকে বলি,
চলো বৃষ্টিতে ভিজি আজ।
তোমার ছলছল চোখের অভিমানে-
জমে থাকা মেঘকে আরও শীতল করি,
আর এরপর খুব ভারী মেঘ এমনিতেই
গড়িয়ে পড়বে গাল বেয়ে টোঁপ করে।


আর আমি সেই টোঁপ করে
ঝড়ে পড়া অভিমানকে ধরে দূরে ছুড়ে দিবো।
আর ধপ করেই তোমার বুকে আছড়ে পড়ে,
জমে একদম ক্ষীর হয়ে যাবো।