কেন এমন মনে হয়,
চোখ দু’টি যে মিছে তবে নয় !
হারানো অনেক কিছুই যাতনাময়,
ধূলোয় উড়ে স্বপ্নেরা কষ্টময় ।


সেই হাসি, সেই খুশি আজ
তুমি কেন নয় ?
কেন তবে প্রেমজুড়ে,
এতো ভয় হয় ?


পৃথিবীকে জানিয়েই করেছি বিস্ময়,
কেন তবে ভর করে এতো সংশয় ?
কেন তবে দ্বিধা এতো করতে জয়,
যদিও জানো তুমি আমি অপরাজয় ।


হঠাৎ বৈশাখী ঝড়ে লন্ডভন্ড সব,
কে জানতো ঘটবে তা হঠাৎ কলরব ।
ভেঙে চুরমার তাই স্বাভাবিক গতি,
স্থির স্তব্ধতায় না পেয়ে কোন মতি ।


সেই তুমি কেমন যেন,
পাল্টে গেলে বেশ !
অস্পর্শী আবেশে বুঝাও,
এ নয় যে শেষ !


আরও নাকি বাকি আছে,
পাল্টে যাবার যাত্রায় !
এ যে বটে শুরুই হলো,
অল্প স্বল্প মাত্রায় ।।