আমি তোকে বাঁধতে চাই,
বুকের পিঞ্জরে।
আড়ালে তোকে রাখতে চাই,
সুখের সাগরে।


তবুও কেন কষ্ট আসে,
সুখের বন্দরে।
দুঃখ এসে উড়িয়ে দেয়,
সুখের শহরটারে।


এক আকাশ বোঝা চেপে,
দূরে কোথাও যাই।
নির্জনতায় তুইহীনা-
একাকীত্বে ভেসে বেড়াই।


কিসের এক মায়ায় যেন,
ফিরে আসি আবার।
হাওয়ার পিঠে ভর করে,
চূর্ণবিচূর্ণ হই বারবার।


মেঘ ধরতে যেয়ে তুই,
জল হারালি।
অসময়ে তুইও বেশ -
সময় ফুরালি।।