কবিতার আড্ডা ঘরে তর্ক তুফানী,
সাথে গরম চায়ের সুরুৎ সুরুৎ
আর মুচমুচে ভাজায় কামড়ানি,
জগতের যত সমস্যা বৃহৎ বৃহৎ
করে দেয় সমাধান- এক চুটকিতেই।


শ্রেষ্ঠ শব্দের জবরদস্ত প্রয়োগেই তালি,,,
"মধু-মধু, সাধু-সাধু, ব্রাভো-ব্রাভো"
বিদ্যুৎ শিহরণ বুকে- তবুও মনটা খালি,
জানে দরজা পেড়লেই সব বন্ধ;
সভ্যতা আঁটকে আছে খাদ্য জালেতেই।


আমার কবিতার বকওয়াস কচকচানি-
তাই কাঁন খোঁচানোর কাগজ হয়ে
ময়লাই কী ধরবে? সেটাই না জানি!
শুধু বুকে ব্যথা জমে সয়ে সয়ে,
সময় নষ্ট না হয়- ব্যর্থ চেষ্টাতেই।