জেনে-শুনে-বুঝে,
নিজ হাতে স্ব-ইচ্ছায় মহানন্দে,
বিষপান করেছি এক ঢোকে।
নির্বুদ্ধিতা, অদূরদর্শীতা, শঠতার স্বার্থান্ধে
এক মুহুর্ত ভাবিনি-
ভবিষ্যৎ নিস্পাপ সন্তানদের সঙ্গে
করছি কতটাই না বেইমানি!


বুকের জ্বালা বাড়ছে সময়ের সাথে,
অস্পষ্ট দৃষ্টিতে আক্ষেপ-
হায়! প্রাণ কী যাবেই আস্তে আস্তে?
নির্দয় বিষধর তোরাই না হয় দেখ-
এ পরিত্যক্ত ভাগ্যের ফলাফল!
দমবদ্ধ বিশাক্ত রক্তের প্রবাহিত পাঁক,
অপত্যের শরীরে প্রকাশিত হঠাৎ অ্যালিল,
মুক্তির পায়ে অবিরাম কাঁদে,
যেন চিরঅভিশপ্ত সুবর্ণ ফসল!