স্বপ্নের জগতে তুমি থাকতে চাও,
বেশ! তোমায় বিরক্ত করবো না।
কারন প্রতিটি নেষার ঘোর কাটে,
শুধু অল্প একটু সময়ের অপেক্ষা।


স্বার্থপর আবেগের তুমি দোয়াই দাও,
ফলে, যুক্তি পরিনত হলো ঝগড়ায়।
শক্তিশালী ছলনার নাগপাশ ছুঁড়ে দিয়ে,
সরল জীবনে আঘাত করছো রোজ।


চোখ, কান, মুখ বন্ধ করেও বাঁচা যায়,
সুনিপুণ সে শিল্পকলা রক্তে আসছে।
শুধু ইতিহাসের পাতা উল্টে আবার দেখো,
অমেরুদণ্ডীদের স্থান কোথায় রাখা আছে।