সমস্ত ক্যালকুলেশন আজ নড়বড়ে
ছিটেল অনুভূতির কাছে।
কারন জুরাসিক যুগের পরে
মেটেরয়েডস আর আঘাত হানেনি মাটিতে।


বন্য নিয়মের রক্তক্ষয়ী লড়াই
এতটুকু পাল্টায়নি এখনো।
কারন রাজ্য-নাম-ক্ষমতা বৃদ্ধির নেষাই
জ্ঞানপাপীকে ঘনঘন দেয় জন্ম।


বৃদ্ধ বয়সের পরিতাপে শান্তির বাণী
সবই কী ধুঁয়ে যায় পাপ?
গরম রক্তের হিংস্রতায় করা শয়তানি
এ পৃথিবীর এক শাশ্বত শাপ।


কিন্তু ভুলছি কেন! পৃথিবীর ঘূর্ণন,
মহাসাগরীয় প্লেটের শ্লথ নড়া,
আলোর পথ চলা, সূর্যের ফিউশন-ফিশন,
পরিবর্তনশীল পরিবেশের নিয়ত পাতা ঝড়া।