হো, হো, হো,,,
অসুরের জয়গান চলে কলির মুখে,
আপেক্ষিকতার ছায়া জটে, তাইতো
মন আর এ জগৎ দুই'ই ঘোরে।


হায়! হায়! হায়!,,,
বীরদের অন্তিম কত শত লড়াই
আত্মত্যাগ-বলিদান বিফলেই যায়।
শুধু পঙ্কিলের পদ্ম গাঁথা- মিত্থুকের বড়াই।


হুম, হুম, হুম,,,
চটপটে মেজাজি প্রাণ অতীত পাল্টায়
নীরব সে চিতাভষ্ম হয়ে যায় গুম;
আজ নিষ্পাপ শ্বাস নেয়- ছদ্ম ভালোবাসায়।