হতভাগাদের না হয় স্বর্গ
না হয় মর্ত;
তারা হয় হত, নয়তো ভাগা।
এদিক থেকে ওদিকে সর্বহারা হয়ে
জীবন কাটায় বাঁচার আশ্রয়ে
নিয়তির দোষারোপ করে।


জানি, হাতের পাঁচ আঙ্গুল অসমান;
কিন্তু ঘোর বিপদের আগমন
এক মুঠি করতেও শেখায়নি আজও।
শুধু গা বাঁচানোর ফন্দি
নিজেকেই করেছে বন্দী
বিশ্বাসঘাতকদের কাছে।