"জাগো-জাগো, জেগে উঠো।"
গলা ফাটিয়ে রোজ চিৎকার করে,
আমি আয়না বিকাই মড়া শহরে;
ক্লান্ত শান্ত ফেরিওয়ালা, গলি গলি ঘুরে।


কেউ ওঠে না ঘুম থেকে।
আমি একা পথ চলি পেটের তাগিদে,
প্রকাশ্যে ঘটা অন্যায় মাথা পেতে;
নির্লিপ্ত জম্বিশব পাশ কাটিয়ে।


আমি হতভাগা বড় অসহায়।
না বিকোন আদর্শ ট্রাঙ্কে ভরে
শেষে একাকীত্ব নাশে দাঁড়াই রাস্তায়-
"হতে চাই জীবন্মৃত ঐ বিষাক্ত কামড়ে।"