আজ লড়াই করার হাতিয়ার নেই!
সব ঘরের ছবিতে সাজানো;
নয়তো, দেয়ালের কোণে ঝোলানো সেই-
আদ্দিকালের ভোঁতা-জংধরা-বাঁকানো-
প্রয়োজনহীন ঐ খড়গ
মুচকি মুচকি হাসে; করে ব্যাঙ্গ।
হঠাৎ ফিরে দেখি- মুখ লুকায় নিরপেক্ষ
বন্ধুরা সব কাছা-ধরা সভ্য বাগ্মী সঙ্গ।
শুধু ত্যাগের মোহে স্বজ্ঞানে
উদ্দাম জনুক্রম ধরে পা-চেঁটে চলে
ছদ্ম আত্মদম্ভের মুখোশে; দিয়েছি বিসর্জনে
মানবিকতার নীতি... যায় অস্তাচলে!