আঁতলামি-টা মনে হয় ঢুকে গেছে,,,
আমার ঘরের মাঝে।
আমার শরীরের প্রতিটা কোষে,
হয়তো ক্রোমোজোমের খাঁজে,
নিজের স্থান বানিয়ে নিয়েছে;
কুঁচিলা হিংসাকে ভালোবেসে
ন্যাঁকামি হাতের সাথে;
সাময়িক স্বার্থ লাভের আশাতে।


চাটুকারিতা-টা মনে হয় ঢুকে গেছে,,,
আমার হৃদয় মধ্যে।
আমার জিহ্বার অগ্রভাগে;
হয়তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে,
অনবরত সংবেদন দিচ্ছে;
মাথা বিকিয়ে বেঁচেও থাকছে
মায়ার হাতে বেঁধে;
আত্মগৌরবহীন কঠোর পরাধীনতাতে।