রক্তে লেখা রাজার গাঁথা
গদ্যে পদ্যে ভরা দিস্তা পাতা,
ছন্দে ছন্দে মহানতা।


পাথরের গায়ে বীরত্ব খোঁদাই
হাজার লাখো মরণ লড়াই;
দেখে যাই, প্রাণ জুড়াই।


গগনচুম্বী সৌধ প্রাসাদ;
রুচি শিল্প করে এক হাত
বসাই তাঁরে দেবতার সাথ।


প্রজার অশ্রু লবণ কষ্টা
বিলীন বালিতে তবুও নষ্টা
লড়েছে করেছে তাঁরাই স্রষ্টা।


ন্যায়ের প্যাঁচে নীতির লড়াই
পিষেছে পায়ে আগুন জ্বালাই;
তবু নামহীন হয়ে বাতাসে বেড়ায়।