(১)
ভয় হয় কবিতা লিখতে
কারন সত্য সহ্য করার ক্ষমতা,
আজ কারো আর নেই যে!


(২)
শিরদাঁড়াটা আস্তে খুলে রেখে
অমেরুদণ্ডী হয়ে ঘষে পথ চলি,
তালে তাল মেলাই ভণ্ডামির স্তুতিতে।


(৩)
থুতু আর লাথি-ঘুষি
চলি সয়ে নির্বিকারে অনায়সে,
ভাবি- এই জীবন গেলেই খুশি।


(৪)
স্বার্থান্ধরা ক্ষুদ্র জয়ে মত্ত
বেঁচে থাকে বেচে আত্মসন্মান,
যেন ঘুণ ধরা কাঠে সিংহের মতো।


(৫)
বৃদ্ধ ক্ষমতাহীন আজ মরণের দুয়ারে
ঝাপসা চোখে অল্প শান্তি খুঁজি,
লুটপাট-আর্তনাদ-হিংস্র অমানুষের শহরে।