ফাঁকা মস্তিষ্কগুলি ভর্তি আদিম আদর্শে।
এখানে নিপাট ভদ্র গোঁয়ার্তুমিরা
অনবরত লাভ লুটে হাজার বিবাদে।
সুসভ্য রক্ত-মাংসের প্রাণীরা
যুক্তি-তর্কের ধার না ধরে,
হিংসার লড়াই করেই রোজ সুখি।
ভাষা, রং, শব্দ, রীতি-নীতি, পেশির জোড়ে
চিরস্থায়ী পরিবর্তন চায়- একমুখী।
বিবেকের বলি হয় ক্ষমতার নেশায়,
এক কোণে পরে থাকে শান্তি।
কিন্তু জীবন চলে রাসায়নিক বিক্রিয়ায়,
তাই হবেই- পরিবর্তনের পরিব্যক্তি।