চেয়ে দেখ দেব তোমার পুত্রের দিকে,
ভাগ করেছিলে যাদের ভিন্ন কাজে
সমান সন্মানে, জগতের সুবিধার্থে।


আজ ধর্মের চাপে কর্ম কাঁদে,
উত্তম, মধ্যম আর অধম ভাগে
বিভক্ত হয়ে বিস্মৃত-
আমরা সবাই অমৃতপুত্র।


প্রতিদিন প্রতিক্ষনে,
সন্তান তোমার দুয়ার ত্যাগে
শুধুই অভিমান আর রাগে।


হায়! দেখছো সবই, তবুও মৌন
এবারতো করো নিষ্পত্তি।
বলে দাও- কর্মই হোক ধর্ম-বর্ণ
সেটাই চিরসত্ত্যি।