স্বাধীনতার চোখ,
মানুষ মানুষে পৃথক করেও দেখায় না একটু শোক।


স্বাধীনতার মুখ,
হাজার মুখোশ পরিবর্তন করে, ভুলিয়ে নিজের দুখ।


স্বাধীনতার হাত,
অর্থ দিয়ে সত্য লুকিয়ে দেয় অভাগাকে আঘাত।


স্বাধীনতার পা,
চলতে চলতে ক্লান্ত (হয়তো), তবুও গরিবকে মারে লাথ।


স্বাধীনতার ভাব,
বৈচি(ত্র্যর মাঝে ঐক্য, কিন্তু উলটোটার আজ অভাব।


স্বাধীনতার স্বাদ,
টক-ঝাল-মিষ্টি-নোনতা, যায়না কিছুই বাদ।


স্বাধীনতার উদর,
কালো অর্থ অনায়সে গিলেও হয়না কারোর পর।


স্বাধীনতার ধর,
চলছে চলবে শ্লথ গতিতেই, মাত্র বয়স ঊনসত্তর।