গিজগিজ করে মানুষ এখন, শব্দে বায়ু গমগম,
শান্তির স্থান নেই যে কোথাও! কোথায় ফেলি দম?
সব কিছুতেই ভেজাল ঢোকায়, ঐ নিয়ে রোজ হচ্ছে কেচাল,
কয়লা গ্যাসের দাম বেড়ে যাক, কাটবো গাছের ডাল।
গরমে আজ প্রান হাসফাঁস, তেষ্টায় ফাটে গলা,
ড্রেনের পঁচা নোংড়া গন্ধ আর যায়না ভোলা।
কাকের বংশ বাড়ছে দিনেই কোকিল কবিতায়,
বাঘ-ভাল্লুক মেরেই যাচ্ছি, কুকুর-বেড়াল রাস্তায়।
প্রান ভরে যে রাতের বেলায় দেখবো চাঁদের আলো,
বাড়ির আলো ম্লান করে সব সেটাই দেখায় কালো।
ভাতের ক্ষিধে মদটা মেটায়, শরীর শোকে ভন্ড,
চাষ ছাড়ছে রোজ চাষিরা- হচ্ছে কী সব কান্ড?
দিন যাচ্ছে, শাপ বাড়ছে, দিচ্ছে রাজা পানচ,
পাপ করে নিই পাপের মাঝে, এটাই দারুন চান্স।
উপাসেই আজ দেবতা খুশি, ভুলে গেছে কী অনশন?
সবচেয়ে কষ্ট পাপটা ধোবার গঙ্গা জলেই পলিউশন।