শুদ্ধমনে নিষ্টাসহ একাগ্রভাবে
দেবতাতে আজ আমি অর্পিত
নিজ পরিবারে মঙ্গল হোক, সমগ্রভাবে
উপবাস তাই দিনভর, হও তুষ্ট।


পূজার ডালি সাজিয়ে চলি
দিনের শেষে, তোমার দুয়ার দিকে
দরিদ্ররা বসে রাস্তার পাশে, হাতে থালি।
চোখ বুজে থাকি, দিইনি আমি ভিক্ষে।


বাড়ি ফিরে আসি, প্রসাদ নিয়ে
মাথায় ছোঁয়ায়, আমার ছেলে-
আচ্ছা, যারা বাঁচে রোজ না খেয়ে
ভগবান কী তুষ্ট তাতেও? দাওনা বলে।


উপবাস যদি মঙ্গল আনে, কারো খুশি,
তবে যারা থাকে অনাহারে-অর্ধাহারে
ওদেরই তো পূণ্য সবচেয়ে বেশি।
তাঁর দুয়ারে দিবারাত বসে, যাচ্ছে মরে।


লজ্জিত হয়ে থাকি নির্বাক, বলিনি তার উত্তর,
ঈশ্বর তুমিই জবাব দিও এমন সোজা প্রশ্নের।