মুখে মুখে ফেরে হাজার কথা,
সকলকে নিয়ে পথ চলা, সঙ্গে মানবতা
আর ফ্রি-তে ছড়ানো শুধু মধু শব্দের খই,
সবাই পাবেই নিশ্চিত, কিসের এত হইচই?!


আস্তে ধীরে, সময়ের হাত ধরে মনের বদল ঘটে,
যা বলেছি সব ভুলেছি, নতুন ভাবের জটে
জড়িয়ে নীতি, প্রেম, ঐক্য- বিসর্জন নর্দমায়,
প্রতীজ্ঞা শুধু আঘাতের, চল- বন্ধু কাঁদাই।


লাভ ক্ষতির ঐ স্বার্থের জোয়ার ভাঙ্গল নদীর কুল,
কতো না জীবন ডুবল তাতে, সেটায় কি নেই ভুল?!
চিৎকার করে শান্তি চেয়ে দাঁড়িয়ে থাকা দূরে,
রাক্ষসরা সব অস্ত্র হাতে, ভাগের আশায় লুঠ করে।


সর্বশান্ত কতই ঘর, আপন ছিল আজ সে পর,
কাল সে শত্রু চিরকালের, থাকল শাপের বর।
রাজ্য-রাজত্ব নতুন গড়েই ফাটলো খুশির বাজি,
কর্মের শুঁড় মাথায় তুলেছি, চলুক কারসাজি।