শুনুন ধর্মাবতার,


কত শত যুগ আগে, কোন এক বসন্তে,
ঘটনাচক্রে সতীহরণের দায়,
আজও রয়েছে দশ মাথায়।
নিয়তির পরিহাস, বিনাশকালের শাপ,
পরের শরতেই পেলাম বিচার
রাজ্য-প্রজা-স্বপরিবার
ধ্বংস সবই, মেটেনি সেই পাপ!


এদিকে তোমার রাজ্যে, প্রতি মূহুর্ত
নাবালক থেকে সাবালক
কত অপরাধ কুকর্ম করে, তবুও অমৃতপুত্র!
সাম্যবাদ, নীতি, আইনের বিচার
শাস্তি সময় সাপেক্ষ, নয়তো মরণ একবার।


আমি এখনো ক্ষমার অযোগ্য, দানব
কপট-অসুর-রাক্ষস-নিষ্ঠুর-অমানব।
কাপুরুষ নই, তবুও কখনো করিনি স্পর্শ
ইছার বিরুদ্ধে;
অশোকবনে একা, নির্ভয়া অর্ধবর্ষ
শত অচেনার মধ্যে।


ওদের মন ভর্তি কলুষ,
তবুও মানুষ!?
যারা পূণ্য লাভের আশায়, বারে বারে আমায়
বছর বছর আড়ম্বরে, আগুনে পুড়িয়ে হত্যা করে
নিজের পাপ ভোলানোর নেশায়।


এবার মুক্তি চাই।