বিদ্যালয়ে সরকারি অনুদান না পাওয়া, ছোট্ট ঐ আক্ষেপটা
একটু বাড়ল কলেজে, সাধারণ হয়ে জন্মানোর দক্ষতা
দাগ কাটলো দরখাস্তের এক কোণে, জীবনে চালু হঠাৎ
সার্বজনগৃহীত সাত দশক বৃদ্ধ সমতার বিধান, সাম্যবাদ।


পড়াশোনা শেষ এখন চাকরীর বয়স, কর্মপ্রার্থী ভাই।
স্বযত্নে আবেদনপত্র পূরণ করি, দ্রুত জমা দিতে যাই,
জানলাম- মার্কস-মূল্য-বয়স কিছুতেই নেই ছাড়, আবার
চরম প্রতিযোগিতা, আমার আসনেই সেরার সুযোগ সবার।


মায়ের ইচ্ছে- "খোকা ফার্স্ট হবে ক্লাসে, জীবনের প্রতি পদে।"
এখন সুযোগ-সংরক্ষণহীন সাধারণ, অসম দৌড় পক্ষপাতের মধ্যে,
দারিদ্র্যতা-বেকারত্ব-ব্যর্থ চেষ্টার বাস্তব, দেয়নি পদ দেয়নি কড়ি,
চাপা কাকুতি অনস্তিত্ব, তাই গড়ছে নতুন শ্রেণি, 01-ক্যাটেগরি।