ন্যায়পরায়ণ রাজার নীতি,
বৃহত্তর স্বার্থে
কাছে ডেকে নজরবন্দি করলেন- হলাম খাস অতিথি।
(হয়তো) আমার প্রয়োজন ভবিষ্যতে।


জাঁকজমকপূর্ণ বিশেষ ঠাণ্ডা ঘর,
আর চারপাশে শত অভেদ্য পাহাড়া।
বিচ্ছিন্ন আমি একা- বাকি পৃথিবী পর;
তাইতো শান্তি পেয়েছি ঢের- বাইরে বেড় হওয়া ছাড়া।


কিন্তু আস্তে আস্তে আমি হারিয়ে যাচ্ছি,
ঘটনাবহুল সময়ের চাপে কোণ ঠাসা ক্রমশ বিস্মৃত;
বেনাম নিঃশব্দ মৃত্যুর অপেক্ষায় বসে আছি
বদ্ধ-ঘরের-বৃদ্ধ আজ ইতিহাস- অধিকাংশ বিকৃত।


চলে গেল কত যুগ, এখন প্রজার তন্ত্র
আজও অপ্রকাশিত চির গুপ্ত।
ক্ষমতালোভী সমাজের একাংশের রঙিন মন্ত্র
অতীত ভালো ভুলেই থাকা- নিরর্থক ন্যায় যুদ্ধ।


শুধু শেষ অনুরোধ করছি,
করো মুক্ত,
একটি বার বাইরে আনো- জেনেছো তো মরছি।
ইতি তোমাদের সত্য।