আমি চাইনা হতে স্বপ্নের ফেরিওয়ালা,
(হয়তো) তাতে লাভ কম, একটু লোকসান।
নাইবা বেচলাম মিথ্যে আশার রঙিন মালা,
যদি একটুও হয় মায়ের পুজায় অপমান।


হতে পারব কী মন ভোলানো কথার জাদুকর?
কখনো করিনা আফসোস।
ক্ষণিকের সেই হাততালির নেই দরকার,
যদি গড়তেই না পারি দেশ-জাতি, অন্তত: একটা মানুষ।


স্বরূপ দেখার আয়না হাতে দাঁড়িয়ে চৌমাথায়;
সাহস করে জাগাব ওদের, যারা আজ মৃতপ্রায়।