ছোট্ট পাখি কখনো করেনি কল্পনাও
জীবনের তাড়না তাকে করবে ঘর ছাড়া।
যখন শক্ত হয়নি স্নেহের নরম পাখনাও
তবুও আত্মরক্ষার জন্য প্রতিনিয়ত লড়া।


সহজ সাদা পেঁজা ভেজা তুলো কিংবা
উড়ে ভেদ করা ঝড়ের কালো মেঘ
দেখায় সূর্য কিরণ কৃপার, গড়ে শক্তি-সাহসের সংজ্ঞা।
পরাজয় হোক, আবার উঠে দাঁড়াতে কীসের খেদ?


নিঃস্বার্থ সঙ্গীহীন, আকাশ বুকের একলা পথিক
গুনগুন গানে রোজ পথ চলে, বলে-
"মৃত্যু শ্বাশ্বত ও কর্মই সব- সত্য অধিক।"
শেষে ডানা দু'টি মেলে ধরে সুরের তালে।


এতো কঠিন সময়ের দ্রুতি।
সাথে লক্ষ্য পাওয়ার প্রস্তুতি।
এক নতুন জীবনের প্রতিশ্রুতি।