অনবরত লাল বৃষ্টির জলে ভেঁজা রাস্তা
বড়ই পিছল হয়েছে বর্তমানে।
সকলের কাছে অছুঁচ হবার চিন্তা
আমাকেও নি:শব্দে ভয় ধরায় মনে।
বিনা প্রতিবাদে পা টিপে টিপে হাঁটি কারন
হঠাৎ পড়ে গেলেই কোমড় ভাঙ্গবে,
তার উপর সাথীও নেই একজন
যে পাশে থেকে সাহস যোগাবে।
তবুও হাসি মুখে সবাই পাস কাটিয়ে যায়,
মুখে আউরে চলে কপট মৈত্রীর মন্তর।
সংগ্রামহীন সাফল্যের ইতিকথা ঘুনে খায়-
জেনে বুঝেও আমাদের চরিত্র যেন তিন বান্দর।


কত জল বয়ে গেলো পাসের নদী-নালায়
তবুও এখনো বেহুশ-বেহিসাবি আমরাই
পথ চেয়ে বসে থাকি কালবৈশাখীর অপেক্ষায়।
ক্ষতি মেনে নিয়ে চুপ থাকি ও থাকতে শেখাই।