রামধনুর নামে আজ গন্ধ আঁশটে।
তাই সন্দেহের ছাই দিয়ে ঘসে মেজে
বিশুদ্ধ সাত রং ভরি তুলিতে,
আর সমাজ আঁকি শব্দের ফাঁক খুঁজে।


পাশের ঘটে যাওয়া নিশ্চুপ আতঙ্ক,
মোমবাতির আলোয় হৃদয় জ্বালায়নি।
শুধু বাবুদের চুলচেরা ফলিত-অঙ্ক
শান্তির লড়াইতে কোন রক্ত ঝড়ায়নি!


আপোষ নেশায় বুঁদ- ধাঁধাঁর জীবন
মুছে ফেলতে আগ্রহী নিজ অস্তিত্ব।
কেঁচো হয়ে কেটে গেল প্রতিক্ষণ,
শুধু নিজ গায়ে খোঁচা খেলেই বিরক্ত।