প্রাণ আছে, তাই লিখছি নিজের হাতে
গাল-ভর্তি মানবিকতার গদ্য-পদ্য প্রতিদিন।
প্রকাশ্যে তর্ক করি অনবরত, ঘটনার পক্ষে-বিপক্ষে:
"হিংসার ফল লাল কিন্তু হিংসুক চির বর্ণহীন!"


আপেক্ষিকতার আফিমে বুদ্ধিগুণ ঘোর নেষাতুর।
ঢুলুঢুলু চোখে বাঁচি, শুধু জাগি মাঝে মাঝে
বিকট বিস্ফারণের শব্দে, আমি অসহায় আতুর
চিমটি কেটে বুঝি: "মরে গেছি, না আছি বেঁচে!"


হঠাৎ নেকড়েদের প্রকাশ্যে করা অপঘাত
ছিঁড়ে-মেরে তৃপ্তি পায় নিষ্পাপ প্রাণ।
মূক-বধির আমার সভ্যরা প্রতিশোধহীন, হানে না আঘাত;
শুধু সাময়িক কেঁদে মোমের মিছিলে করে মাল্যদান!


শান্তির চাদর গায়ে জড়িয়ে মুচকি হাসে হিংস্রতা,
বিষ সঞ্চয় আস্তে ধীরে, অপেক্ষা আগামী ছোবলের।
পাসওয়ার্ড দিলাম এখানে, লিখে দিও শেষ কবিতা:
"অহিংসা পরম সত্য, হলই বা সেটা মরণের!"