(১)
"বুঝলি ভাই,
সত্যি প্রেমের ক্ষেত্রে এমনটাই ঘটে
সবই মূল্যহীন বন্ধু, খালি পকেটে-"
বলেই কাউন্টারের সস্তা সিগারেট
এগিয়ে হাতে দেয় আমাকে।
কড়া লম্বা টান, জ্ব্বলে পোড়া ফুসফুস;
ভাঙ্গা বুকে ধোঁয়ায় উড়াই যাবতীয় দু:খ।
মনে হয় সব শেষ-
ফ্যাকাসে জগৎ, রঙ্গিন পানীয় রেশ,
কিছুতেই ঔষধ হয়না কোন কিছু
হতাশা কাটেনা আজ কেন পিছু?!


(২)
"বুঝলি ভাই,
পিতা হবার সুখ এমনটাই হয়
সব কষ্ট সহ্য করেও মরতে ভয়-"
বলেই প্যাকেটের একটা সিগারেট
এগিয়ে হাতে দেয় আমাকে।
কড়া লম্বা টান, জ্ব্বলে পোড়া ফুসফুস,
চিন্তার ধোঁয়া উড়াই- অব্যক্ত দু:খ।
হতে দেব না সব কিছু শেষ
ফ্যাকাসে জগৎ, রঙ্গিন পানীয় আবেশ;
ওসব ছাড়িয়েও লাঠি করবো সন্তানকে
বৃদ্ধ জীবনের ভরসা, আমার সোনাকে!