শরীর আমার দয়ার,
রঙ্গিন নেষায় স্বপ্ন দেখি
ত্যাগের মালা পরার!


বুকটা কাটার দাগ,
কড়া মেকআপে চায় লুকাতে
যেন হয়নি কিছুই ভাব!


স্বভাব নরম নাদুস,
মারার চেয়ে মরাই ভালো
তাতেই সবাই খুশ!


সামনে আমার ঘর,
আহূতরা ধীরে দখল করছে
আজ আমিই দূয়ারে পর!