যদি হও তুমি রাজবধু কিংবা
রাজার নন্দনী ৷
অথবা বিদুষী কিংবা গৃহ বাসিনী ৷
আমার কাছেতে তুমি শুধুই জননী ৷৷
যদি হও তুমি নর্ত্তকী কিংবা
দেহ রূপোপজীবিনী ৷
অথবা গরিয়সী কিংবা অভিসারিনী ৷
আমার কাছেতে তুমি শুধুই জননী ৷৷
যদি হও তুমি উর্বশী কিংবা
মনমোহিনী ৷
অথবা নটী কিংবা দেহপসারিনী ৷
আমার কাছেতে তুমি শুধুই জননী ৷৷
যদি তুমি হও ব্রাহ্মণী কিংবা
চন্ডালিনী ৷
অথবা রুপসী কিংবা হরিণনয়নী ৷
আমার কাছেতে তুমি শুধুই জননী ৷৷
যদি হও তুমি অপরুপা কিংবা
রূপগরবিনী ৷
অথবা ধনশালিনী বা ভিক্ষুকিনী ৷
আমার কাছেতে তুমি শুধুই জননী ৷৷
যদি তুমি হও হস্তিনী
কিংবা পদ্মিনী।
অথবা শঙ্খিনী কিংবা চিত্রিনী ৷
আমার কাছেতে তুমি শুধুই জননী ৷৷