বিধাতার অপু্র্ব সৃষ্টি এ ধরনী পরে
রহস্য ঘেরা থাকে তোমার চারধারে
প্রিয়া হয়ে আসে ঘরে মা হয়ে যায়
স্নেহপাশ দিয়ে বাঁধে সংসারের গায়
প্রেম স্নেহ ভালোবাসতে হৃদয় ভরা
তোমরা সর্বরোগহরা অমৃতের ধারা
পূর্ণতার একক প্রতীক অর্ধনারীশ্বর
এর অর্ধেক নারী আর অর্ধেকটা নর
নর ও নারীর ধরার সমান অধিকার
পূর্ণব্রহ্ম সৃষ্টি করেছন নারী ও  নরে
দুইজনা মিললেই পূর্ণতা লাভ করে
সৃষ্টি রক্ষার্থে  নারী একান্ত  প্রয়োজন
তাদের সসম্মানে  করা চাই সংরক্ষন
তাঁরাই নিয়ে আসেন পূণ্যপ্রভা ঘরে
তাঁরাই জ্বালান মঙ্গলদীপ ঠাকুরঘরে
পঞ্চতপা প্রেম প্রতিমার পূণ্য পরশে
জেগে ওঠে  হৃদয় পুষ্প নির্মল হরষে
অর্ধ দুইখন্ডে পূর্ণতা দাও তোমার উদরে
লালিত কর সযত্নে দশমাস দশদিন ধরে
নারীর অবদান চিরতরেই থাকে অম্লান
কোন সন্তান শোধ করতে পারে না ঋন
ধরিত্রী সম তোমাদের সুষমা অবর্ণনীয়
তোমাদের উপস্থিতিতে ধরা হয় রমণীয়
পুরুষ চেয়ে নারীর ত্যাগ অধিক নিশ্চয়
তাঁদের সম্মান সমাজে বেশী প্রাপ্য হয়
নারী না হলে পুরুষের কি দাম দুনিয়ায় ?
এ দুনয়ার মাত্র দুটি জাত পুরুষ ও নারী
পুরুষ দেয় সৃষ্টির বীজ পালন করে নারী
নারীরা ছিল পদানত পুরুষের ক্ষমতায়  
সভ্যতার অগ্রসরে নারীরাও টেক্কা দেয়
মাগো জেগে ওঠো নিয়ে আত্মসম্মান
স্বেচ্ছাচারীতা ছেড়ে গাও অগ্রসরের গান।।