সৎ-শিশু
সব শিশু তো শিশু, সৎ অসত্যের বিচার নেই।
ভবিষ্যতের নাগরিক, সুরক্ষার প্রয়োজন তাই।।
জন্মের পর শিশুদের অল্প সহজাত জ্ঞান থাকে।
অন্য সমজ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতা দেয় তাকে।।
শৈশবে শিশুর সঠিক যত্ন একান্তই অপরিহার্য ।
ব্যতিরেকে সমাজ কলুষিত হবে এতো অনিবার্য।।
শৈশবে যেসব দাগ মনে আঁচড় একবার কাটে।
সারা জীবন থেকে যায়, সহজে কখনও না ওঠে।।
বর্তমান সমাজে আপন পিতা মাতার স্থিরতা নেই ।
মাতার স্নেহ, পিতার ভালোবাসা শিশুরা পায় না তাই ।
মাতা ও পিতা দুজনেই অর্থের পিছনে বেড়ান ছুটে।
শিশুর যত্ন বা শিক্ষা দেওয়ার সময় পান না মোটে।।
অণু পরিবারে একাকীত্ব শিশুর মনকে বিষিয়ে দেয়।
পুষ্প সম সৌন্দর্য ও সরলতা শিশু মন থেকে উবে যায়।।
গো দের উপর বিষফোঁড়া সৎ-মা ও সৎ-বাবার উপস্থিতি।
অত্যাচারে ও নির্যাতনে ভয়ানক হয় শিশুর পরিস্থিতি।।
কত শিশু কাঁদে গুমরে গুমরে, হিসাব কেহ না রাখে।
সভ্যতার মুখোশ পরে, অমানবিক ও জল্লাদকে ঢাকে।।
সকলে এখন দেহ সর্বস্ব, নিজস্বার্থ ছাড়া কিছু বোঝে না।
মানিয়ে নাওয়ার ক্ষমতা নেই, এক ফুলে মন ভরে না।।
ব্যাক্তি স্বাধীনতা সবার আছে, সৎ-শিশুর অধিকার নেই।
কলঙ্কময় এই সমাজে তারা অত্যাচারিত নিত্য হচ্ছেই।।
মা নিজ ও সৎ হোক, দয়া করুণা, মমতার আধার তাঁরা।
মা যোশদা ও কৃষ্ণের মধুর প্রেম, তার এখনো বইছে ধারা।।