আজ এ শারদ শোভায়
        সোনালী আলোর বন্যায়
       বাউল মন উড়ে চলে যায়
শুভ্র মেঘ হংস পাখায়

বন বনান্তে সবার অজান্তে
         শ্যামলিমা শ্যামশোভায় রেঙেছে
           এ রঙ সবার হৃদয়কে ছুঁয়েছে
ভরেছে রঙবেরঙের ছোপে

নদীর জল করে ছলছল
        কাকচক্ষু জল চলে অবিরল
         সুর্যের আলো করে ঝলমল
কাশফুল দোলে দেদোল

আজ একি রূপ অপরূপ
            নীল গগন হয়েছে মগন
             ধরাকে দেখে স্থির নয়ন
সবুজ ফসল করে কলকল

খালে খালে অগভীর জলে
         কোমল কমল অনিলে দোলে
         ম ম করে কামিনীর পরিমলে
মালতি দেখে পল্লব আড়ালে