কুকুরের ঘোর ডাকে, হুঁশ ফিরে ধনবান।
পাল্লা দিয়ে চলে, সাঁই সাঁই শকট চলে-
রিলিফের কম্বল টান,
শীত পালাবার আগে।

কেমন কেটেছে রাত!
জরায় কাতর বৃদ্ধ, এমনই তার ভাগ্য
এমনই নিঝুম রাত।

তারপরও সে আশায়, আয়রে বসন্ত আয়।।

নড়াইল, মধ্যরাত, ৪-৫ই ফেব্রুয়ারী ২০২১, ২০-২১ শে মাঘ ১৪২৭