১.
এক নীতিতে বাঁধি এক শিকল,
চলিছে নব্য চানক্য কৌশল।
২.
শংকা কম বাজারের ধারের কর্জে,
বহু মহাজনই ভালো, তর্কে।
৩.
লর্ড রবার্ট ক্লাইভ নাও যদি আসে,
জগত শেঠ, ভাই, লোকাল এজেন্ট বটে।
৪.
বাংলার পলিতে আজ রশি টানাটানি,
এই নিয়ে গুনিজন করে কানাকানি।

নড়াইল, ৫ই জুন ২০২১