বড়শিতে ঝুলে-দুলে রুইমাছ তুলে,
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বলে,
আয়নায় দেখি কার মুখ বিদীর্ণ লাল ঠোঁটে!
আমার ভাষাতে চোখ-মাছ কথা বলে,
ঝাপ্টায় ঝাপ্টায় সংগ্রামের জিকির তোলে;
বড়শির নখরে অস্তিত্বের রক্ত ঝরে!


শিকারের ভোগে, অমোঘে হন্তা ভাগে-
আঁশটে গন্ধে শুধু আদিপুরুষেরা জাগে।


চিনতে পারি তাকে খাবারের প্লেটে,
দোপিয়াজি-কাটলেট যাই বলি তাকে,
ফারসি-ইংরেজি যে নামেই চিনি তাকে-
ভাষা কাতরায় আমার শিকারে, নিত্য সময়ের রাগে।


আমার শিকারে আমিই কথা কই ;
দেহ ভরি
মন ভরি
আর পেটেভাতে ভাষা ভরি।
ভালোবেসে প্রেম করি- প্রেয়সী বিদেশিনী ;
জীবন সংগ্রামে কাছ থেকে চিনি,
ভালোবাসি তারে লিপিষ্টিকের ঠোঁটের লালে-
আমার বড়শিতে ঝুলে!


জীবন চলে, বাংলা চলে হেলে দুলে।।


নড়াইল, ২২শে ফেব্রুয়ারি ২০২২