হাসপাতালে আটক আমরা;
এক কেবিনে তিনটা প্রাণ।
এক ঘরেতে ছোট সংসার,
এটাসেটার সাজানো দোকান,
কি দারুণভাবে পূরণ।

বেঁচে থাকার চাহিদাগুলো-
সংক্ষেপিত ও সংক্ষিপ্ত।।

ঢাকার একটি হাসপাতাল, ২৩শে নভেম্বর ২০২০