চাপ ছিলো- ইংরেজিতে দুর্বল,
ইংলিশ মিডিয়াম চলবে-চলেছে।
সে শোনেনি কথা! তিনি বিদ্রোহী ছিলেন, আমার বাবা।

আমি কি কম,
বিদ্রোহ আমিও জানি!
আরবি, ফরাসী, চষে জার্মান-জার্মানি
কেনিয়ার এক বান্ধবীর কাছে অথবা চীনা
কিছু না জানি, অন্তত জানি, আই লাভ ইউ।
কেমন জানি পাখিটা বারবার মনে সুর তুলে-
বউ কথা কও; নিশ্চয়ই ভালোবাসার কথা।

হে বাবা, অন্য পাখিদের ভালোবাসতে,
কাছে আসতে- এতো কেনো আপত্তি শুনি।
তোমাকে ভালোবাসি তাই, স্বৈরাচারী বলতে পারিনি।

৯ই নভেম্বর ২০২৩