আমি বেচি বাদাম ভাজা,
সং সেজে-
সামনে চলছে অনবদ্য কূটকথা!
দেশ-জাতি নিয়ে যাদের মাথা-ব্যথা,
গদিগুলো থাকা চাই পাকা!
খেলোয়াড় তারা অতি পাকা, করমর্দনে-বয়ানে-
থাকুন তাজা; মচমচে খান বাদাম ভাজা।
নাচুন ঝাকানাকা!
কথা চলে বাঁকা বাঁকা।
যেমন, মধুমতী চলে আঁকাবাঁকা,
তাইতো বিশ্ব-বাস আজ কত্তো সোজা।

আমি চোর নই , চরের লোক;
কিছুটা নির্বোধ,
এই হেমন্তে বাদাম বেচে পেট চলে-
রাজাদের ময়দানে।
পুলিশের লাঠি খেয়ে ধরি ঢাল, চলি দলবলে।
কাঠি নিয়ে বেশ চলছে চাল।
রাজমল্ল চলে মনের ময়দানে-
আর, আমার বাদাম টানে;
ইজ্জতের লজ্জিত লজ্জার-মানে!

নড়াইল, ১৪ই নভেম্বর ২০২২।