বাংলার গিন্নী বলে কথা;
সেই বুঝে ব্যথা- দ্রব্য আর মূল্যের লাথিঝেঁটা।

তালিকায় নতুন বাজার, নতুন খোঁজে কঠিন খোঁজ,
হররোজ, কার কার দেশ-বাড়িতে বাংলা টাকার ভোজ।

কোন জিনিস কত সোনায় ডলারে দামী,
বাদ দাও নামি-দামি।
বাজার আমার এখনকার;
জায়গা পাল্টে ঘুরে ঘুরে ঘুরছে বাজার।

এখন সে চৌরাস্তার নয়াবাজার; বুঝেছো প্রফেসার।।

শুভ সকাল।

৩০শে আগস্ট ২০২৩