গোল টেবিলে গোল গোল মাথা
অবশ্যই পৃথিবী গোল
তাবত বিশ্বে সব গ্রহ-তারা গোল
ভাংতে ভাংতে পরমাণু গোল

শুধু গোল নয় হৃদয়ের পিন্ড
যেমন মাঠে দুই পোস্ট ঠেলাঠেলি প্রচন্ড

বাঁধে শোরগোল

নবীন চর নিয়ে মাথাব্যথা
ভাসানচর নিয়ে রেফারির গলাব্যথা
দূর্বল স্থির বসে
টানে সবলেরে অক্ষে ঘুরে সে
তারার আস্থায় যেমন গ্রহ ঘুরে
চরের লোক থাকবেই তো আস্তাকুঁড়ে 

দাবড়ে বল দখলে পোস্ট
গোল হবে গোল করতালি করতালি
ফেটে পড়ে গ্যালারি
ইউক্রেনবাসী যাবে এবার মিয়ামি

দাবড়ে গোল...

নড়াইল, ২৪শে মার্চ ২০২২