যদি থাকে গতি, সম্প্রসারণ-
জ্ঞানের গতি,
বুঝে চলি মাইলের সীমা, সময়ের সীমা;
সীমার জ্ঞানে নাসা নাচে, প্রভু কি হাসে।

অধোগামী পন্ডিত খোঁজে ভেতরের কথা;
অনু পরমাণু,
আরো আরো অনু-  বাস্তব-অতিবাস্তব,
অধরা অনু কাঁপায় ভালোবাসা,
সৃষ্টি বা রূপান্তরের পিপাসায়,
অথবা শয়তানের বিধ্বংসী জিঘাংসায়-
ছাই-ভস্মে প্রজ্ঞার পরাজয়,
আমাদের সভ্যতা নাগাসাকি, হিরোশিমা।

অন্তরের অন্ত খুঁজে চলে ইতিহাস-দর্শন-
আদি-অন্ত;
আগে পিছে, গতি বা অধোগতি,
অর্জন খেয়ে চলে বিসর্জন,
কাঁপে মুদিত চোখে আলোক বাতি।

চলুক সে খোঁজ, হররোজ
ডুব দিয়ে, ডিগবাজিতে খোঁজ।।

নড়াইল থেকে ঢাকা যাত্রা পথে,
৩০শে সেপ্টেম্বর ২০২১