ওপারে শ্যামা সুন্দর, ও মাঝি বৈঠা মারো।
প্রবল টানে, আমার দস্যুতার মন নব উদ্যমে-
গায় গুনগুন,
একদা টুনটুনি, শুধু বায়ু আর জল টানে।
বাহ! দুর্ভিক্ষে শুকিয়ে তারা নাকি মশকের গড়নে।

তবুও মশকরা করে আমায় ঘিরে জাপ্টে ধরে,
অসহ্য সে হুল!
ফিরে চলো মাঝি! এরা মশকের জাত, করেছি ভুল।
ফিরবো আবার নব কায়দায় নব নিধন কামানে।।

১১ই ডিসেম্বর ২০২৩